Skip to main content

World Map

![[world-map-mercator-projection2.jpg]] বিশ্বের মানচিত্র কত সুন্দর দুনিয়া বানিয়েছেন তাই না?

মানুষ এই মানচিত্র আকার জন্য, সমুদ্রে / আকাশে সহজে চলার জন্য অনের ম্যাপ অংকন করেছে । দুনিয়া আমাদের প্রায় গোলাকার, 3D আকারের । একে 2D তে আকতে হলে ম্যাপ এ ঠিকমত প্রজেকশন করতে হবে কিন্তু সমস্যা হচ্ছে - বিভিন্ন দেশের আকার, অথবা ম্যাপ এর সৌন্দর্যতা দু এর একটা চুজ করতে হবে, দুইটা একসাথে হবেনা । https://en.wikipedia.org/wiki/List_of_map_projections - এখানে অনেক ধরনের ম্যাপ প্রজেকশন দেওয়া আছে ।

  • এর মধ্যে 1569 এ করা Mercator projection - খুবই কমন দেখতে পাওয়া যায় যা ম্যাপ আকার সময় লাইন ও এঙ্গেল নির্ধারন সহজে করা যায় । কিন্তু এই ম্যাপ দেখতে সুন্দর হলেও, সমস্যা হলো এই ধরনের ম্যাপ দিয়ে একটা দেশের আসল আকার বোঝা যায়না । এর প্রান্তের দিকে যতই যাওয়া হবে, দেশের আকার ততই বাড়তে থাকবে ।
  • 1999 এ করা Hajime Narukawa এর করা AuthaGraph কে এখন পর্যন্ত সবচেয়ে একুরেট ধরা হয় বিভিন্ন দেশের সঠিক সাইজ হিসাবে ।

বাস্তবে এই হচ্ছে দেশগুলর আসল আকার । ![[world-map-real-size-of-countries.jpg]] এই হলো AuthaGraph এর প্রজেকশন ![[world-map-projection-AuthaGraph.jpg]]

এবার আসি আরো গভীর আলাপে । মনে আছে কি? প্রায় বাংলাদেশের সমান আকারের একটা দেশ - ইংল্যান্ড, যারা এই উপমহাদেশ সহ বিশ্বের অনেক দেশে দাদাগিরী করেছে? কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা তে সেখানকার স্থানীয় দের অত্যাচার করে কলোনি বানিয়েছিলো কারা মনে আছে নিশ্চই? এখন ঠিক ই ধরতে সহজ হবে কেনো এই সব দেশে ইংরেজীতে কথা বলে । আর কেনো আমাদের উপমহাদেশের মানুষ ই বা, ইংরেজী তে এখনো আইন কানুন, উচ্চতর লেভেল এ (অনার্স, ডাক্তারি, ল') পড়াশুনা করে?

এবার পরিচয় করিয়ে দেই একটা টার্ম এর সাথে - ভিজুয়াল পলিটিক্স আমরা ছোট বেলা থেকে যত ম্যাপ দেখেছি, জেনেছি গ্রিনল্যান্ড, রাশিয়া, কানাডা অনেক অনেক বিশাল দেশ । ইউনাইটেড কিংডম কেও ভালো বড় মনে হয়েছে । কিন্তু আসলে তারা আকারে খুব বেশি বড় না! বাংলাদেশ এর আকার এর সাথে তুলনা করলে অনেক অনেক আধুনিক দেশের আকার প্রায় কাছাকাছি দেখা যায় । তারা অনেক আগে থেকে এই আইডিয়া আমাদেরকে ফিড করিয়েছে যে আমরা অনেক বড়, আমাদের সাথে পারবানা, আমরা অনেক সুপেরিয়র, ইত্যাদি । এরা বিভিন্ন দেশ কে চাপে রাখে, আক্রমন করে কি অজুহাত দেখিয়ে? - টেররিজম, নারী অধিকার ক্ষুন্ন, মানবতাবাদ, ইত্যাদি । কিন্তু একই কাজ গাযা, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, মায়ানমার, উইঘুর, আফঘানিস্তান এ যখন করে, তখন এরা চোখেই দেখেনা; টন কে টন বোমা, ইন্টেলিজেন্স সাপোর্ট করে আসল টেররিস্ট দেরকে । এই সব হচ্ছে ইসলাম কে দমানোর অজুহাত - আর কিচ্ছু না । এটা যদি আমরা না বুঝতে পারি, তাহলে আমাদের আরো বুঝার অনেক কিছু আছে এখনো।